জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
গতকাল রবিবার বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে।
যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল।
মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই করে নাই। একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩ তম দিনে ঝালকাঠি এ কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টায় কলেজ মোড় সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের মোড় হয়ে পদযাত্রা শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি‘র সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র ডেপুটি সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি, বরিশাল ও ঝালকাঠির স্থানীয় নেতৃবৃন্দ।
পিরোজপুরে পথসভা
পিরোজপুর সংবাদদাতাঃ নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল । স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই যা তারা করেনি । গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ভোটাধিকার হরণ, সন্ত্রাসসহ এমন কোন অপকর্ম নাই ফ্যাসিস্ট হাসিনা সরকার করেনি । তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সীমাহীন জুলুম নির্যাতনের ফলে মানুষ রাজপথে নেমে এসেছিল। জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে হাসিনা সরকারের জুলুম শাহীর পতন ঘটিয়েছিল। জুলাই পদযাত্রার ১৩ তম দিনে গতকাল রবিবার (১৩ জুলাই) জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে বর্তমান সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই এখনো শেষ হয়নি। পিরোজপুরের মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের সাথে আছে, চব্বিশ এর জুলাইতেও এরূপ আমাদের সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলনে তারা অংশ নিয়েছিল।
সকাল ১১টায় কেন্দ্র থেকে আসা নেতা কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেইট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয় ।
পথ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্যসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।