সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, আমাদের সন্তানেরা এখনো স্লোগান দিচ্ছেন, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।” এই লড়াই চলবে যতক্ষণ না এই জমিনে ইনসাফ কায়েম হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর ভাইস প্রিন্সিপাল মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আল-আমিন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালি ইউপি চেয়ারম্যান মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তাজা প্রমুখ।