স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার ও জাতীয় রাজনীতিতে সমতা প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা ও মহানগর শাখা। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ভাওয়াল রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন অত্যাবশ্যক। তাঁরা আগামী জাতীয় নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে ধর্ম, বর্ণ, ভিন্নমত নির্বিশেষে সবার জন্য ‘খেলাফত ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন।

গাজীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, মহানগর সেক্রেটারি মাওলানা হাফেজ কাজী নিজাম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ কারী ওসমান গনি প্রধান, মহানগর সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল চৌধুরী, মহানগর প্রচার সম্পাদক মনজুরুল হক নোমান, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক এবং মাওলানা তকিউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামই পারে এ দেশের জনগণকে ন্যায়, মর্যাদা ও শান্তির পথে ফিরিয়ে আনতে। জুলাই সনদ তারই একটি রাজনৈতিক রূপরেখা, যার বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় ঐক্য ও প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে।