সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে গুলী চালিয়ে একজন বৈষম্য বিরোধী আন্দোলনকারীকে আহত করার ঘটনায় হওয়া মামলায় আটক আসামী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কামারপুকুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুল গফুর সরকারের চাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

এদিকে এই যোগদান নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু মন্তব্য হলো- অভ্যুত্থান পরবর্তী নাশকতার মামলা থেকে বাঁচতে ও চেয়ারম্যানী রক্ষা করতেই সাময়িক আশ্রয় হিসেবে এই পথ বেছে নিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সরকার। কারণ তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলী চালিয়ে নুর ইসলাম নামে এক ব্যক্তিকে আহত করেছেন। এ ঘটনায় গত ২০২৪ সালে ৬ সেপ্টেম¦র হওয়া বিষ্ফোরক মামলায় আটক হয়েছিলেন এবং বর্তমানে জামিনে রয়েছেন। মামলা নং- ০৪, জিআর ১৮৭/২৪। ধারা- ১৪৩/৩৩২/৩২৬/৪৩৬া/৪১১/৩৪ সহ ১৯০৮ সালের বি®েফারক দ্রব্য আইনের ৫/৬ ।

তাছাড়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ব্যাপক দূর্নীতি করে আসছেন। যা রাজনৈতিক পট পরিবর্তনের পরও অব্যাহত আছে। বিশেষ করে ৫ আগস্টের পরও তিনি একই ধারায় চলছেন। বিএনপি’র সাপোর্ট নিয়েই তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপির সাধারণ নেতাকর্মীরা মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার সাথে বিপুলসংখ্যক নেতাকর্মীদের একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তিই বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।