ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ইন্দুরকানীতে গণসংযোগ করেছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। রোববার উপজেলার চন্ডিপুর ও বালিপাড়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও কেন্দ্র ঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী পক্ষ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন মাসুদ সাঈদী।
এ সময় তিনি বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কালারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কে সি টেকনিক্যাল কলেজ, সি বি আজিজিয়া দাখিল মাদ্রাসা, উত্তর কলারন দাখিল মাদ্রাসা, কলারন ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়াও তিনি বালিপাড়া বাজার, চন্ডিপুর বাজার, জোদ্দার বাজার সহ বিভিন্ন পাড়া-মহল্লার নানা শ্রেণি পেশার মানুসের সাথে মিলিত হন।
মাসুদ সাঈদী বলেলে, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি। তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।
এ সময় উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান রাতুল, বাইতুলমান সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ ইউনুস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ শীল, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম কাজী, মোঃ জাকারিয়া রহমানী প্রমুখ।