প্রকাশ্যে বিএনপির সমালোচনা করলেও, পর্দার আড়ালে আসন সমঝোতার জন্য দলটির নেতাদের কাছে ধর্না দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতা। সম্প্রতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সাবেক আহবায়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্টের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী, তথাকথিত 'আপোষহীন' ঐ নেতা এবং তার 'ইমাম সাহেব' গত পনেরো দিনের মধ্যে ২০টি আসনের জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরীর বাসায় তিনবার বৈঠক করেছেন। এছাড়াও, তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসাতেও একবার ধর্না দিয়েছেন।

আব্দুল কাদের তাঁর পোস্টে উল্লেখ করেছেন, ঐ দলের নেতারা দিনের বেলায় বিএনপির বিরুদ্ধে হাঁকডাক ছেড়ে বেফাঁস মন্তব্য করেন। কিন্তু রাতের আঁধারে তারা আসন সমঝোতার জন্য বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্না দেন।

পোস্টে ইঙ্গিত করা হয়েছে যে, আসন ভাগাভাগির দর কষাকষির কৌশল হিসেবেই ঐ তথাকথিত আপোষহীন নেতা মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

আব্দুল কাদের তাঁর পোস্টে বলেন, "আসন সমঝোতায় ব্যাটার ন্যাগোসিয়েশানের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ঐ তথাকথিত আপোষহীন নেতা। আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ঐ নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন।"

আব্দুল কাদের আরও অভিযোগ করেন যে, গণ-অভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের 'ড্রাইভিং সীটে' থাকার কথা থাকলেও, উল্টো গুটিকয়েক মানুষ দল কুক্ষিগত করে রেখেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ঐ আপোষহীন নেতা নিজের আসনসহ চাওয়া আসনগুলো নিশ্চিত হলেই 'বিক্রি হতেও' সমস্যা দেখেন না।

তিনি আরও বলেন, দলের ভেতরে থাকা এই 'মাইনাসের রাজনীতি' এবং 'কোরামবাজির' কারণে অন্যদের ঘুম ভাঙবে। যদিও কাদের ২০টি আসনের জন্য চাওয়া নেতাদের তালিকা প্রকাশ করেননি।