বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনী জনসভা সফল করতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টা কুষ্টিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমীর আব্দুল গফুর।

সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জনসভার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও কর্মপরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।

জেলা জামায়াত জানায়, আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার ছয়টি উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীরাও জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

জেলা আমীর আব্দুল গফুর বলেন, “আমীরে জামায়াতের এই সফরকে ঘিরে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, এই জনসভা কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়ে পরিণত হবে।”

তিনি আরও বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দার এবং কুষ্টিয়া শহর শাখার আমীর এনামুল হক।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের এই জনসভা কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।