ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, আমরা ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের অন্ধকার দুঃশাসনে বন্দি ছিলাম। ছাত্র জনতার বিপ্লবে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট নতুন করে স্বাধীনতা লাভ করে লাভ করেছি।
গতকাল শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে উদ্বোধনী জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীতে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান,অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান অধ্যাপক ড কামরুল ইসলাম,প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড মনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একেএম রফিকুন্নবী প্রমুখ।
প্রধান বক্তা অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, ৫ আগস্ট ২০২৪ আগস্ট আমরা তৃতীয় স্বাধীনতা লাভ করেছি, স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে। এ প্রদর্শনীতে জুলাই আগস্ট আন্দোলনের বিপ্লবী চেতনার প্রতিফলন ঘটেছে। এটি একটি ঐতিহাসিক আয়োজন।
তিনি মনে করেন, ১৯৪৭ এ ব্রিটিশদের তাড়িয়ে, ১৯৭১ এ পাকিস্তানের স্বৈরাচারী সরকার এবং ২০২৪ এ ভারতের সেবাদাসী স্বৈরাচার হাসিনার পতন ঘটানো মাধ্যমে তৃতীয় স্বাধীনতা লাভ করেছি।
রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে উদ্বোধনের দিন ২৩ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এ প্রদশর্নী চলবে।
৩৬ জুলাই বিপ্লবের প্রেরণা ও উজ্জীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রেসবিজ্ঞপ্তি