সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : সোনাগাজী-দাগনভূঁঞা উন্নয় ফোরামের সভাপতি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মোহাম্মদ মানিক বলেছেন, গরীব- অসহায় ও অসচ্ছল মানুষের জন্য জামায়াতে ইসলামী তার সম্ভাব্য সাহায্য নিয়ে সব সময় পাশে দাঁড়াবে। সমাজের গরীব মানুষগুলো যেন কোন ক্ষেত্রে বঞ্চিত না হয় এ ক্ষেত্রে জামায়াতের সকল পার্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। গত কাল (শুক্রবার) সকালে সোনাগাজী উপজেলা সদরের সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সোনাগাজী-দাগনভূঁঞা উন্নয়ন ফোরামের আয়োজনে দিন ব্যাপি ফ্রি-মেডিকেল

ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ কালিম উল্যাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার বদরুদ্দোজা, পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোহসিন ভূঁঞা। চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবদুল মান্নান, সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার জয়নাল আবেদীন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল কামরুল প্রমুখ। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩০ জন পুরুষ-মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সহস্রাধিক লোককে চিকিৎসা সেবা প্রদান করা হয়।