সোনারগাঁও সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত “১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ” উপলক্ষে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াত।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিকেলে শতাধিক নেতা কর্মী সহযোগী ও সমর্থকদের নিয়ে উপজেলার মৃধাকান্দি, চেঙ্গাকান্দি, নাগেরগাঁও, ছয়হিস্যা ও জৈনপুর গ্রামে এই গণসংযোগ করেন।

উক্ত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ওমর ফারুক প্রমুখ।

এসময় দলীয় পরিচিতি, নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার ছবিসহ প্রার্থী পরিচিতির লিফলেট বিতরণ করেন। এছাড়াও অনেকেই জামায়াতের সহযোগী ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করার অঙ্গীকার করেন।

জয়পুরহাট সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে গণসংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে দাওয়াতি বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ দাওয়াতি বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বুথের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

শহর আমীর মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সদর আমীর মাওলানা ইমরান হোসাইন, শহর নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান ও মাওলানা আব্দুর রহিম, শহর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলুর রহমান সাইদ বলেন, জনকল্যাণমুখী আদর্শ কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম সফল করতে সকল শ্রেণিপেশার মানুষকে অংশগ্রহণের জন্য জামায়াত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে। জামায়াতে অংশগ্রহণের জন্য শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বুথে এসে সকলকে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানাই।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে উপজেলা সদর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের আমীর মো. তাজুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক মোঃ আবদুল মতিন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক এড. আব্দুল আউয়াল, উপজেলা আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তাহের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, মোঃ কবির হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা অফিস সেক্রেটারি মো. ফয়েজ আহমেদ, বায়তুলমাল সেক্রেটারি আবুল কাশেম, ইছাপুরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, শ্রমিকল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, শ্রমিকল্যাণ ফেডারেশনের সদর ইউনিয়ন সভাপতি হাফেজ রুহুল আমিন, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জামায়তের সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, সাবেক জেলা সভাপতি মোঃ সুজন চৌধুরী, উপজেলা শিবির সভাপতি মোঃ শফিউল্লাহ, ষোলনল ইউনিয়ন শ্রমিক সভাপতি, মোঃ সোলায়মান পাটোয়ারী, জামায়াত নেতা মোঃ শরিফুল ইসলাম, ডা. মোল্লা মামুন, ট্রেড ইউনিয়ন সভাপতি জামাল হোসেন প্রমুখ।