কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৩ মনোনীত প্রার্থীর নির্বাচনি প্রচারণা করেছেন অধ্যাক্ষ মোঃ শাহীনুর ইসলাম।

আজ শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর লাল হানাফিয়া মসজিদ এ গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর ইসলাম। ॥

এই নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিশোধ সদস্য কাজী বেলাল উদ্দিন, আব্দুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমীর মোহাম্মদ ইলিয়াস, বসুন্ধরা থানার সেক্রেটারি আহমাদ আলী সরদার, তেঘরিয়া ইউনিয়নের আমীর মোহাম্মদ হানিফ মিয়া আরো উপস্থিত ছিলেন এই এলাকার দায়িত্বশীলবৃন্দ।

এ সময় শাহীনুর ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই কেরানীগঞ্জের সন্তান হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় দোয়া ও ভোট চাই। আগামীর বাংলাদেশ গড়তে আপনাদের সাথে কাজ করতে চাই। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে সকলের ভোট ও দোয়া চাই। তিনি বলেন, আমরা আপনাদের সাথে আছি কারো সমালোচনা নয় আপনাদের সেবা করার সুযোগ চাই।