বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির চালিকাশক্তি। তাই চট্টগ্রাম বন্দরের ওপর রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দোসরদের লোলুপ দৃষ্টি। এসব ষড়যন্ত্র উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে হবে। আর এ বন্দরের অতন্দ্র প্রহরী হচ্ছে শ্রমিক-মেহনতি ও দেশপ্রিক জনতা। অতএব, বন্দরে কর্মরত সকল শ্রমিক-কর্মচারীর স্বার্থ রক্ষা করতে হবে। তাদের ন্যায্য অধিকার দিতে হবে। তাদের প্রতি ইনসাফ করতে হবে। চট্টগ্রাম বন্দরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক বন্দরে রূপান্তরিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুধবার চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবিলম্বে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন করতে হবে। বন্দরের সদস্য ও উচ্চ পদে বাইরে থেকে কর্মকর্তা আনা চলবে না; বরং কর্মরত অভিজ্ঞ, দক্ষ ও সৎ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। চট্টগ্রাম বন্দরের প্রাণস্পন্দন এনসিটি, সিসিটি-সহ কোনো স্থাপনা কোনো দেশি-বিদেশি অপারেটর বা ব্যক্তি মালিকানায় দেওয়া যাবে না। বরং দেশের স্বার্থে বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেগুলো পরিচালনা করতে হবে। চট্টগ্রাম বন্দরে ন্যায়, ইনসাফ ও অধিকারের আওয়াজকে বুলন্দ করতে হবে। আর এসবের যথাযথ ও টেকসই গ্যারান্টি দিতে পারে একমাত্র ইসলামী শ্রমনীতি। অতএব, চট্টগ্রাম বন্দরকে দেশের সমৃদ্ধি এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনের দুর্জয় ঘাটিতে পরিণত করতে হবে। ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পরিচালনায় বন্দর রিপাবলিক ক্লাবে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। আরও বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, বন্দর থানার প্রধান উপদেষ্টা মাহমুদুল আলম এবং সাবেক ৩৭ নং কাউন্সিলর শফিউল আলম। ছিলেন বন্দর থানা উপদেষ্টা ইকবাল শরীফ, ফেডারেশন বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, শ্রমিকনেতা আব্দুর রহিম পাঠান, মুহাম্মদ জাকারিয়া, সানাউল্লাহ আজমী, মুহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম রুমেল, রবিউল ইসলাম, মুহাম্মদ ইউসুফ, ফোরকান আজাদ, আবুল বশর-সহ ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ।
রাজনীতি
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী
বন্দরের বিভিন্ন বিভাগে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন করতে হবে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির চালিকাশক্তি। তাই চট্টগ্রাম বন্দরের ওপর রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি
Printed Edition
