সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াত ইাসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। উক্ত সমাবেশে সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার আমীর আলহাজ¦ কফিল আহমাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার বলেন, গত ১৬ বছর ফ্যসিবাদের শাসনামলে আমরা আপনাদের কাছে কোন কথা বলতে পারিনি। কোন কাজ নিয়ে আসতে, পরিনি। আমাদেরকে দাড়িওয়ালা, চুপিওয়ালা, মৌলোবাদ, কথিত রাজাকার বলে সময়ে সময়ে বছরে বছরে মানষের কাছ থেকে মানুষের ভালোবাসা থেকে আমাদের কে যোজন যোজন দূরে তারা রেখেছিল। কিন্তু সমাজের মানুষের কাছে এটি পরিষ্কার ধারণা ছিল সমাজে যত অন্যায় হচ্ছে যত অবিচার হচ্ছে যত ধরনের ফ্যাসিজম হচ্ছে এগুলোর সাথে কোন হুজুর কিংবা জামায়াতের লোক জড়িত ছিল না। শুধু মিথ্যা অভিযোগ দিয়ে যুগের পর যুগ বছরের পর বছর এই নিরাপরাধ মানুষগুলোকে জেলের অন্ধকার কুঠরিতে আবদ্ধ করে রেখেছিল। আপনারা জানেন শুধু আমাদের এই অগ্রযাত্রাকে স্তিমিত করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের এক এক করে এগারো জন নেত্রীবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। বাকিদেরকে অন্ধকার জেলের কুঠিরে তিলে তিলে কষ্টদিয়ে নির্মম ভাবে হত্যা করে আমাদের এ অগ্রযাত্রকে থামিয়ে দিতে চেয়েছিলো। কিন্তু আল্লাহ তায়ালার যে বক্তব্য ‘যা আল হাক ওযাহাকাল বাতিল’ সত্য যখন চলে আসবে তখন মিথ্যা নিশ্চিতভাবে বিতারিত হবে। আজকে বাংলাদেশে ৫৩ বছর পরে হলেও নতুন করে বাংলাদেশের মানুষ এটি বুঝতে সমর্থ হয়েছে মিথ্যা কোন জিনিস দিয়ে সত্যকে কোন ভাবেই দাবিয়ে রাখা যায় না। সেই যায়গা থেকে আজকে আমরা এই এলাকার ভাইদেরকে বোনদেরকে ও সবাইকে বলতে চাই মানুষের মনগড়া মতবাদ দিয়ে অতিতে যে ভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্টিত হয়নি ঠিক তেমনি সামনে ও সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোকা বানানো যাবে কিন্তু মানুষের মনগড়া মতবাদ দিয়ে এই সমাজে কোন ভাবেই কনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই জমিন একমাত্র আল্লাহ। আর আল্লাহ জমিনে আইন চলবে শুধু আল্লাহ। আল্লাহর আইন বাস্তবায়ন হলে নারিদের যে সম্ভ্রম ইজ্জত সেটিকে সুনিশ্চিত করা হবে, শ্রমিকের অধিকার শুনিশ্চিত করা হবে। যুব সমাজকে মাদকের হাতথেকে উদ্ধার করে তাদেরকে আমরা হাতে হাতে কাজ দেব ইনশাআল্লাহ। সামনে আমরা নতুন সমাজ গড়তে চাই। এই নতুন সামাজে চাদাবাজি আর দান্ধাবাজি এগুলোকে আর প্রশ্রয় দেওয়া যাবে না এবং নিজেরাও আর এসব করা যাবে। এগুলোর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাই আসুন নতুন সমাজ গড়তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় সামনের দিনগুলোতে আমরা কি ভালো থাকতে চাই নকি বিগত সময়ের মত অন্ধকার সমাজেই হাটবো।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য বশিরুল হক ভূইয়া, থানা নায়েবে আমির আব্দুল গফুর, থানা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি প্রমুখ।