সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী। পূজা মণ্ডপে উপস্থিত হয়ে অধ্যাপক রাজী সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি পূজায় আগত ভক্ত ও স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। অধ্যাপক রাজী বলেন বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।

আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিমূলক সমাজ গড়ে তুলতে চাই। ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন। তারা পূজা উদ্যাপনকে কেন্দ্র করে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা জানান, রাজনৈতিক নেতাদের এমন সৌহার্দ্যমূলক উপস্থিতি সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।