বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের সভাপতি মো. খায়রুল হাসান বলেছেন, “আল্লাহ মুসলিম উম্মাহকে সত্যের আদেশ প্রদান, অসৎ কাজ থেকে বিরত রাখা এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনের অংশ হিসেবে সমাজকল্যাণ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার কল্যাণে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।

তিনি মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর জামিউল উলুম আলিম মাদ্রাসা এবং তুমুলিয়া ইউনিয়নের বোয়ালি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমীর মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, কালীগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মজিবুর রহমান, পৌরসভা নায়েবে আমীর মো. আনোয়ার হোসেন, পৌরসভা সেক্রেটারি মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় ও দুস্থ ভাই-বোনের মাঝে ঈদ ফুড প্যাকেট বিতরণ করা হয়। ফুড প্যাকেটে ছিল পোলার চাল, ডাল, চিনি, সেমাই, পেঁয়াজ, সাবান ও লবণ।

উক্ত আয়োজনের মাধ্যমে জামায়াতে ইসলামী সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।