সারা বিশ্বের সাথে একই দিনে বাংলাদেশেও রমজানের রোজা ও ঈদ পালনের পথ খুঁজতে বাংলাদেশের ওলামা মাশায়েখদেরকে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে ঢাকায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান।

এ সময় ওলামা মাশায়েখদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমি এখানে উপস্থিত ওলামা মাশায়েখগণকে অনুরোধ করবো, সারাদেশে অনেক জ্ঞানী ওলামা মাশায়েখ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কি না, আলোচনা করে দেখতে পারি কি না, বাংলাদেশের মানুষ সারাবিশ্বের মানুষের সাথে একই দিনে একসাথে আমরা রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা।

বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি না, উপায় আছে কি না, সেই বিষয়টি ওলামা মাশায়েখদের চিন্তা করার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মুসলমান হিসেবে এ বিষয়ে মনে বারবার প্রশ্ন ঘুরপাক খেয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। একইসাথে তিনি উল্লেখ করেন, আমরা দেখেছি খ্রিষ্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে।