বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ (হাতিরঝিল, তেজগাঁও, শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন বলেছেন, বাংলাদেশকে আল্লাহর রহমতের কারনে আজ আমরা এক জালিম শাহীর কাছ থেকে মুক্ত করতে পেয়েছি। আওয়ামী ফেসিস্ট জালিমশাহীকে হঠানো যাবে এটা আমরা কখনও চিন্তা করতে পারিনি। আন্দোলন শুরু হলো সরকারী চাকুরীতে কোঠা নিয়ে আর আন্দোলন শেষ হলো জালিমশাহীর বিদায় দিয়ে। আন্দোলন শুরু হলো, আন্দোলনে ছাত্রদের সাথে জনতা সম্পৃক্ত হলো। জুলাই আন্দোলন কোনও দলের আন্দোলন ছিল না, কোনও পক্ষের আন্দোলন ছিল না। জালিমশাহী হঠানোর আন্দোলনে ছাত্র-জনতা, আলেম ওলামা, বুদ্ধিজীবিসহ দেশের আপামর জনতা ভ‚মিকা রেখেছে। মহিলা মা বোনেরা শরবত-পানি নিয়ে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য রাস্তায় নেমে গেছে। এই আন্দোলনে সর্বাত্মক বিপ্লবে আমরা জনআকাঙ্খা বুঝতে পেরেছি।
৫ অক্টোবর, রবিবার, সন্ধ্যা ৬.৩০টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে উত্তর নয়াটোলা ও বড় মগবাজার উত্তর এলাকার স্থানীয় ভোটার ও বাড়িওয়ালাদের নিয়ে আয়োজিত মহল্লা বৈঠক ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন আরও বলেন, মানুষ যখন অত্যাচারের সীমা অতিক্রম করে যখন তার অন্যায়ে আল্লাহর আরশকে স্পর্শ করে তখন ফাইলটা আসলে আল্লাহর কাছে চলে যায়। তখন আর মানুষের হাতে থাকে না। স্বৈরাচারের ফাইলটা আল্লাহর হাতে চলে গিয়েছিল। দেশের মধ্যে একটা পরিবর্তন এসেছে। কিন্তু এখন প্রশ্ন দাড়াচ্ছে এতো মানুষের জীবন গেলো, আহত হলো, হাত গেলো, পা গেলো, চোখ গেলো, কিন্তু দেশের কি হলো? এটা এখন সবচাইতে বড় প্রশ্ন। দেশের অনেক সমস্যা রয়েছে সে সমস্যাগুলোর যদি পরিবর্তন করতে না পারি, সমস্যার সমাধান যদি না করতে পারি তাহলে আমরা যে তিমিড়ে ছিলাম সেই তিমিড়েই থাকবো। তাই পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।
মহল্লা বৈঠক ও মতবিনিময় সভা হাতিরঝিল থানা পশ্চিমের সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর মোঃ ইউছুফ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মহানগরী শূরা সদস্য ও থানা নায়েবে আমীর মোঃ নূরুল ইসলাম আকন্দ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য গোলাম মাওলা, মোঃ শামীম হোসাইন, আকতার হোসাইন, উত্তর নয়াটোলা ওয়ার্ড সভাপতি মোঃ ইকবাল হোসেইন, বড় মগবাজার উত্তর ওয়ার্ডের সভাপতি মহিউদ্দিন পারভেজ, পেশাজীবি ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।