মেঘনা উপজেলার বালুচর বুলি গাং নদীর খালের ওপর সাঁকো নির্মাণ করে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা শাখা। সাঁকোটির নির্মাণ কাজ চলাকালীন উপস্থিত থেকে স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা।

এ সময় তিনি বলেন, এ খালটির ওপর কোন সাকো না থাকায় দীর্ঘ দিন ধরে অত্র অঞ্চলের মানুষের পারাপারে সমস্যা হচ্ছিলো। এ সমস্যা সমাধানে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে। জামায়াত সর্বদা মানুষের কল্যানে নানামুখী কাজ করে থাকে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যানে নিবেদিত একটি সংগঠন। জামায়াত একটি কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি সবাইকে জামায়াতের পতাকাতলে শামিল হয়ার আহবান জানান।

Untitled

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মেঘনা উপজেলা আমীর মোঃ লোকমান হোসাইন ভূঁইয়া, জামায়াত নেতা মোঃ সামসুল হক, মোঃ ইসমাইল, মোঃ আব্দুস সুবহান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়েদুল হক, সাবেক ইউ পি মেম্বার মৌলবী গোলাম মোস্তফা, মোঃ আব্দুর রহমান, মোঃ মোস্তফা, মোঃ দেলোয়ার হোসাইন প্রমুখ।