বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, খেলাধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজ মাদক, মোবাইল, সন্ত্রাস এবং চাঁদাবাজসহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকে। আজকের খেলার দর্শক দেখে আমি অভিভূত। খেলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা রয়েছে, তবে আমাদের দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতির বেড়াজালে আবদ্ধ করে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে একটি মহল। তিনি বলেন, আমরা যারা সমাজের বিশৃঙ্খলা দূরে ঠেলে দিতে চাই, বৈষম্য দূর করতে চাই, আমরা এই খেলাকে ভালোবাসি। এই খেলার মাধ্যমে আমরা চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি গঠন করবো, এর মধ্যদিয়ে আমরা আমাদের সকল বৈষম্য ভুলে গিয়ে সুন্দর একটি সমাজ গঠন করবো। যেখানে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-চিকিৎসার পরে আমাদের সংস্কৃতি জড়িত, এই সংস্কৃতির মাধ্যমে একটি জাতির পরিবর্তন আসে, আমরা খেলাধুলার সংস্কৃতিকে কাজে লাগিয়ে আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখবো। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৩২ দলীয় ডে নাইট শর্ট পিস ক্রিকেটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খালিশপুর থানা যুব বিভাগের সভাপতি মো. মানজারুল ইসলামের সভাপতিত্বে ও মো. লোকমান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারী, মহানগরীর শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আবদুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে খালিশপুর থানা সহকারী সেক্রেটারি আব্দুল জলিল হিমেল, আব্দুস সালাম, নাসিম মোল্লা, জসীম মোল্লা, শামীম মোল্লা, মনির হোসাইন, সৌরভ, আজিজুল, সানী, ডা. আলমগীর, আবদুল্লাহ, ইমরান, টিপু, আবদুল্লাহ আল ফয়সাল, সাগর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আজকের যুবসমাজ যখন নষ্টের পথে, যখন চাঁদাবাজি, সন্ত্রাসী-মাদক নিয়ে তারা ব্যস্ত, তখন সেই দিক থেকে যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য যব বিভাগকে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।