ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। কেননা স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত যতগুলো নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে তার প্রত্যেকটির ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজয়ী দলগুলো মোট ভোটের ৩০ থেকে ৩৫ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছে। সরকার গঠনের পর তারা এ দেশের মালিক বনে যান। তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের বা দলের প্রয়োজন মাফিক যখন তখন সংবিধান পরিবর্তন করেন, তারা নিজেদের খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করেন, অথচ দেশের ৬৫ পার্সেন্ট মানুষ তাদের ভোটই দেয়নি। এ জন্য জামায়াত চায় পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের প্রত্যেকটি ভোটের হিসাব হবে। আপনি দেশের যে প্রান্ত থেকেই যে দলকে ভোট প্রদান করবেন, সেই দলের পক্ষেই আপনার ভোটের হিসাব করা হবে। এতে লাভ হবে, ৩০ বা ৩৫ পার্সেন্ট ভোট পেয়ে কেউ সরকার গঠন করে দেশের মালিক বনে যেতে পারবে না, মানুষের ওপর জুলুম করতে পারবে না, স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে পারবে না। এ কারণেই কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করছে। আমরা আমাদের দেশকে স্বপ্নের মতো সাজাতে চাই, সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই, তারপরেই আমরা থামতে চাই। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামায়াতের উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, ওলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুন হোসাইন, জামায়াতের পত্তাশী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা. ফয়সাল হোসেন, সেক্রেটারি এনামুল হক প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করেন ৮নং ওয়ার্ডের সভাপতি মাওলানা নুরুল ইসলাম। এর আগে সোমবার সকাল থেকেই মাসুদ সাঈদী ইন্দুরকানী সদর ইউনিয়নের বিজিএস দাখিল মাদরাসা, এফ. করিম আলীম মাদরাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক পাইলট বিদ্যালয়, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে বিকাল ৪টায় উপজেলার বাগলেরহাট পথসভা শেষে পত্তাশী বাজারে এসে গণসংযোগ করেন। এরপর রাত ৮টার দিকে রামচন্দ্রপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

শিক্ষক কর্মচারীদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময় : পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন মাসুদ সাঈদী। গত সোমবার সকালে উপজেলার বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা, ইন্দুরকানী সরকারি কলেজ, সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের ভুমিকা ব্যাপক। শিক্ষকরাই পারে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না আমরা চাই শিক্ষার উন্নয়ন।

প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। যাতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর একটা সমাজ গঠন করতে পারি।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাসুদ সাঈদী বলেন, “তোমরা আগামীদিনের ভবিষ্যৎ। পুরুষদের পাশাপাশি সমান ভাবে নারীরাও দেশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। তাই আমাদের মেয়েদের এগিয়ে আসতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মো. আলী হোসেন, শুরা সদস্য মো. মেসবাহউদ্দিন কবির, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাও. মো. আবু হানিফ প্রমুখ। পরে তারা মাসুদ সাঈদী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।