ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৭ এপ্রিল) বিকালে ঝিনাইদহ জামায়াতের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ও শিশুর প্রতীকী মরদেহ কোলে নিয়ে বিক্ষোভ করেন। এতে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি পুরাতন ডিসি কোর্ট মসজিদ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঝিনাইদহ জেলা জামায়াতে আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম,জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান, জেলা উলামাশায়েখের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, ঝিনাইদহ উপজেলা আমীর- ড. হাবিবুর রহমান, শহর আমীর- এ্যাড.ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান রাজু, সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং জামায়াতের আমজনতা উপস্থিত ছিলেন।
শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব আজ বিচ্ছিন্ন। তারা দিনের পর দিন চুপ থাকার কারণে আজ ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনের প্রাণ ঝরছে। বর্বর ইসরাইল ন্যাক্কারজনকভাবে গণহত্যা চালাচ্ছে। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।
বক্তারা আরও বলেন, ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ইসরাইলের দোসরদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।