বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত (স্মারক নম্বর-১৭,০০,০০০০,০২৫.৫০.০৫৮.০৮-১৫৪) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ সন্ধ্যায় তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের শুকরিয়া আদায় করেন।
দৈনিক সংগ্রাম পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- সেখানে তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত সুপ্রীম কোর্টের দেয়া রায়ের প্রেক্ষিতে আজ বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতিক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে।
মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।
আজ আল্লাহ তা'য়ালা আমাদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিয়েছেন ”