বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে একদলীয় অগণতান্ত্রিক জালিমশাহী জাতির মাথার ওপর চেপে বসেছিল। এই পুরো সময়টাতেই দেশের মুক্তিকামী জনতা মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করেছে। আর সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে। এই দীর্ঘ সময়ে যারা আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল-জুলুম ও মামলা হামলার শিকার হয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছে সকলের অবদান আমরা অকুণ্ঠচিত্তে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি চব্বিশের আন্দোলনে শহীদ ও আহত ভাইবোনদের, যাদের জীবন ও রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত ও স্বাধীন। এই শহীদ ও আহতদের ভুলে যাওয়া যাবে না। চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিকজনতার অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। তাদের ভুলে যাওয়াটা হবে চরম অকৃতজ্ঞতা। গতকাল শনিবার বিকালে জেলা কায্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার মাসিক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশীদ খান উপরোক্ত কথা গুলো বলেন। জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জেলা সহকারী সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল মুমিন, মাওলানা নজরুল ইসলাম ও মাজাহারুল হক, অফিস সম্পাদক আল আমীন, ট্রেড ইউনিয়ন সম্পাদক শাহীন আহমদ রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
রাজনীতি
গণঅভ্যুত্থানে শ্রমিক জনতার ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে -----অধ্যাপক হারুনুর রশীদ খান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে একদলীয় অগণতান্ত্রিক জালিমশাহী জাতির মাথার ওপর চেপে বসেছিল।