বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বিভাগীয় শহর খুলনা থেকে উধাও হয়ে যাচ্ছে খেলার মাঠ। কালের বিবর্তনে সেগুলো আজ অপদখলের শিকার। এক সময় যেসব মাঠে ছিল ফুটবল নিয়ে শিশু-কিশোরদের অনুশীলন, যেসব পার্কে ঘোরাফেরা করে মুক্তবায়ু সেবনের সুযোগ পেত এলাকার মানুষ সেগুলোতে। এখন তা অপদখলের শিকার। তার কোনোটিতে গড়ে উঠেছে সরকারি স্থাপনা, কোনোটিতে মার্কেট। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন। আর এ জন্য খেলাধুলার কোনোই বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। এজন্য প্রয়োজন খেলার মাঠ। খেলাধুলা চর্চার প্রতি শিশু-কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। একটা সময় ছিল যখন মাঠ বা স্কুল-কলেজের খেলার চত্বর মুখর থাকত। এখন তেমনটি খুব একটা চোখে পড়ে না। বিশেষ করে শহরাঞ্চলে পুরোনো কিছু স্কুল-কলেজ ছাড়া নতুন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই বললেই চলে। এ অবস্থায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম এই ধরনের আয়োজন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী দুই শতাধিক ক্রিকেটার নিয়ে খালিশপুর ঈদগাহ মাঠে ১৬ দলীয় প্রীতি মিনি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

১২ ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার শফিকুল আলম ও খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী যুব বিভাগীয় সেক্রেটারি মুকাররম বিল্লাহ আনসারি, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আওয়াল। অন্যান্যের মধ্যে মো. মাঞ্জারুল ইসলাম, আব্দুল্লাহ আল ফয়সাল, সানোয়ার হোসেন বাবু, মুজিবুর রহমান বাবুল, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, বেবি জামান, জামায়াত নেতা সিরাজ মজুমদার, জাকারিয়া, আসলাম, মনিরুজ্জামান সাগর, এনামুল হক রাসেল, ইফরান উদ্দিন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ক্রিকেটারদের সাথে পরিচয় হন এবং ১৬ দলীয় প্রীতি মিনি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন করেন। ১৬টি দলের মধ্যে রয়েছে অধিনায়ক নিলয়ের আর এস রয়েলস, অধিনায়ক জীবনের হাউজিং কিং, অধিনায়ক সাকিবের স্যাটেলাইট লায়ন্স, অধিনায়ক ইমরানের ইমরান জায়ান্স, অধিনায়ক সৈয়দ নাফিজের যুব স্টার, অধিনায়ক নওশাদের এ বেস্ট ক্যাম্প সেভেন, অধিনায়ক- মো. রাব্বির রামিছা স্টাইকারস, অধিনায়ক সুমন হাসানের আর লাইন ক্যাপিটাল, অধিনায়ক সাজ্জাদের স্বাধীন মোড় স্পোর্টিং ক্লাব, অধিনায়ক জুয়েলের হাউজিং বয়েস, অধিনায়ক রাজা’র সালাহউদ্দিন টাইগারস, অধিনায়ক রাজীবের রুমা মেমোরিয়াল, অধিনায়ক নাহিয়ানের হাউজিং ইলেভেন বার্নাস, অধিনায়ক শামীমের শফি মেমোরিয়াল, অধিনায়ক হান্নান হোসেনের নিউজপ্রিন্ট রাইডারস ও অধিনায়ক খান সাইফুল্লাহ’র আইসিএস ওয়ারিয়র্স।

খুলনা-৩ আসনের এই প্রার্থী আরও বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার আয়োজন নয়; বরং জুলাই মাসে যারা গণতন্ত্র, ন্যায় ও নৈতিকতার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে ধারণ করতেই এই টুর্ণামেন্টের আয়োজন। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। রাজনীতি, সমাজ ও খেলাধুলায় ঐক্য থাকলেই উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান জাতীয় সংকটময় মুহূর্তে দেশবাসীর জন্য সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজনীয়তা সর্বাধিক। জনগণের আশা আকাক্সক্ষা পূরণে সক্ষম এবং দেশকে সঠিক পথে পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বস্তরে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করবে।