DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

একটি মহাস্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই --------------------এ্যাড. মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সভ্যতার পরিবর্তন করতে পারে একটি মাত্র আদর্শ তাহচ্ছে আল কুরআন। মানুষ কুরআনের বিশালত্ব বুঝে না বলেই পৃথিবীতে সমাজতন্ত্র, গণতন্ত্রসহ প্রায় ১৭টি পথের পরিবর্তনের পরেও কোন পৃথিবীতে শান্তির পরিবর্তন ঘটেনি। কুরআন মানুষকে কি দিয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ইসলামের সু-মহান আদর্শের আলোকে গড়ে তুলতে হবে।

জেলা সংবাদদাতা
Printed Edition

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সভ্যতার পরিবর্তন করতে পারে একটি মাত্র আদর্শ তাহচ্ছে আল কুরআন। মানুষ কুরআনের বিশালত্ব বুঝে না বলেই পৃথিবীতে সমাজতন্ত্র, গণতন্ত্রসহ প্রায় ১৭টি পথের পরিবর্তনের পরেও কোন পৃথিবীতে শান্তির পরিবর্তন ঘটেনি। কুরআন মানুষকে কি দিয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ইসলামের সু-মহান আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। পরিবার ও রাষ্ট্র সমাজ সর্বক্ষেত্রে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। এজন্য আধিপত্যবাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীলদের আল্লাহর উপর তায়াক্কুল করে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তাই একটি মহাস্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব হল রুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ল’ইয়ার্স কাউন্সিলের জেলা সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম বুলবুল। মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, সঠিক বিচার ব্যবস্থায় কার্যকর ভূমিকা পালনসহ ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবীরা অবদান রাখবেন। এ আইনজীবী সমিতি প্রাঙ্গণ গোটা দেশের উদাহরণ হিসেবে উপস্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জামায়াত নেতা মোহাঃ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহম্মদ ইসাহাক, পিপি আব্দুল ওয়াদুদ, এ্যাডভোকেট গোলাম মোস্তফা, এপিপি মাসির আলী, জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম। এর আগে এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা, পৌরসভা, সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য ও ইউনিয়ন/ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া, ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।