দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং মানবিক সংকট মোকাবিলায় ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার ব্যবসায়ী ফোরাম এর উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ সহযোগী সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯শে এপ্রিল) সকালে যশোর দরাটানা ভৈরব চত্বরে দাওয়াতি পক্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর কবির সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল।
তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশে যে অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন ও রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল , তার মূল কারণ নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এ অবস্থায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই। তাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার জন্য আমাদের ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দাওয়াতি পক্ষ উপলক্ষে যশোর জেলার প্রতিটি পেশাজীবী, শিক্ষিত যুবক ও সমাজ সচেতন মানুষকে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়া হবে। সহযোগী সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা এবং ইসলামী সমাজ গঠনে জনগণকে উদ্বুদ্ধ করা হবে। আজকের এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আদর্শই জনগণের মুক্তির একমাত্র পথ। দেশের রাজনৈতিক অঙ্গনে আজ যে দমন-পীড়ন ও গণতান্ত্রিক সংকট চলছে, তার থেকে উত্তরণে ইসলামী আন্দোলনকেই জনগণ আশ্রয় হিসেবে দেখছে। তাই দাওয়াতি কার্যক্রম বাড়িয়ে ইসলামী আদর্শ ও মানবিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরোও আমরা বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন ও বাঁধার কারণে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। তবে প্রকাশ্যে না করতে পারলেও কৌশলে আমাদের সাংগঠনিক তৎপরতা অব্যাহত ছিল। দীর্ঘদিন পর এবার সহযোগী সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনায়। সারা দেশে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পড়েছে। মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ফরম পূরণ করছেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবি থানার সেক্রেটারি আবু ফসাল, অফিস সেক্রেটারি গাউছুল আজম, শামসুল ইসলাম, রেজওয়ান হোসেন, আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও থানা পর্যায়ের পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও ইজি বাইক,ভ্যান রিক্সার চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে সংগঠনের সহযোগী সদস্য ফরম পুরন করেন।