পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে প্রতীকী গোসলের মাধ্যমে বিএনপি ও এর অঙ্গসংগঠন ত্যাগ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারসহ তিন শতাধিক নেতাকর্মী।
সোমবার (২৬ জানুয়ারি) রাত আটটার দিকে বগা ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন দলে যুক্ত হন তারা। যোগদানকারীদের মধ্যে আরও ছিলেন—ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রতীকীভাবে এক কলস দুধ দিয়ে জালাল হাওলাদারকে গোসল করান। এই ব্যতিক্রমী আয়োজনকে দল পরিবর্তনের প্রতীকী শুদ্ধতা ও আদর্শিক পুনর্জন্ম হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।
যোগদান অনুষ্ঠানে জালাল হাওলাদার বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে সততা, ন্যায়বোধ ও আদর্শকে প্রাধান্য দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, “ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই আজ মানুষ নতুন করে জামায়াতে যোগ দিচ্ছেন। নতুন যোগদানকারীরা জনগণের অধিকার আদায়ে সাহসী ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এই ব্যতিক্রমী যোগদান অনুষ্ঠান বাউফলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাউফলের রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।