বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা আর ফাঁসির মঞ্চ আলিঙ্গন করেও দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তাই’তো, জামায়াতে ইসলামী সেই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। আর চায় বলেই রাসুল (সা.) এর পরিচালিত রাষ্ট্রের আদলে জামায়াত মানবতার কল্যাণে এদেশে কুরআন, সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়।

গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মার্কেট চত্বরে আয়োজিত ও বড়ধুল ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস্ ছামাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সিরাত আলোচনা সভা ও মাহফিলে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উর-নবী সরকার, উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আবুল হোসাইন ভূঁইয়া, মাওলানা মোতাহার হোসেন সাইদুল, জামায়াত নেতা অধ্যাপক শাহজাহান আলী, হাফেজ হেলালউদ্দীন, হাফেজ মাওলানা আব্দুল মান্নান, মানিক চান ও আব্দুল আলীম রব্বানী প্রমুখ। সিরাত মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন ও রাসুল (সা.) সুন্নাহ ভিত্তিক একটি সুখী-সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত সবাইকে ছাত্র-জনতা ও ভোটারদের কাছে বার বার যাওয়ার ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।