বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, রমযানের শিক্ষা ও আল্লাহভীতির চেতনা লালন করতে হবে। সঠিক নীতি-নৈতিকতা মেনে চললে সমাজে দুর্নীতি ও অনিয়ম থাকবে না। জামায়াতে ইসলামী অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে সততা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে দেশ পরিচালনায়ও তা প্রতিফলিত হবে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধের চর্চা অপরিহার্য। আমাদের সবাইকে সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে সত্য-নীতির পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ইসলামের মূল শিক্ষা হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা, যা বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সবার আগে প্রতিষ্ঠা করা দরকার। তিনি বলেন, সততা, ন্যায়পরায়ণ, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ব্যবসা করলে মহান আল্লাহ তায়ালা আপনার ব্যবসায়ে বরকত দান করবেন। গতকাল শনিবার খুলনা মহানগরীর খালিশপুর থানার ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মুজগুন্নী আবাসিক এলাকার ৫ নং রোডের বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে সুধীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
১৪ ওয়ার্ডের আমীর মনতাজুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মুফতি মাওলানা ইমরান হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, সমাজসেবা সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আউয়াল। এতে অন্যান্যেও মধ্যে ওয়ার্ডের সহকারী সেক্রেটারি হাফেজ জি এম আব্দুল্লাহ, বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতী আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল বাশার, ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজিমুদ্দিন সোহাগ, সালমান ফারসী, ছাত্রশিবির নেতা ইমরান হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।