নীলফামারী সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে । এছাড়া কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। উদ্যোক্তা তৈরির জন্য বিএনপি যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশে রফতানি করা হবে। এরফলে দেশের চাহিদা যেমন মিটবে তেমনি আর্ন্তজাতিক ভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে। ’ বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত গতকাল বুধবার বিকেল লন্ডন থেকে ভার্চুয়ালি নীলফামারী, রংপুর ও সৈয়দপুর জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনস¤পৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের সফলতা অর্জন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের।’

তিনি বলেন- ‘আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করবো। কেন না আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। দেশের মানুষের কাছে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফার কর্মশালার আলোচনা পৌঁছে দিবেন।’

তারেক রহমান ১/১১ সময়ের পর থেকে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা জুলুম হয়েছে উল্লেখ করে বলেন,‘ আমরা জুলুম করবো না, প্রতিশোধ নিবো না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণর কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরবো। জনগণ যাতে আগামী দিনে বিএনপির উপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

এক পর্যায়ে তারেক রহমান তার এই কথার সাথে একমত কিনা তা জানতে নেতাকর্মীদের হাত তুলতে বলেন । সকলে তারেক রহমানকে সমর্থন করলে তারেক রহমান সকলকে শপথ নিতে বলেন যে আগামী নির্বাচন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এক কাতারে কাজ করবো। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা জনগণের উন্নয়নে ৩১ দফা বান্তবায়ন করতে সক্ষম হবো।

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩ কোটি লোক বেকার। তাই কারিগরি থেকে উদ্যোক্তা এবং বেকার দের কর্মসংস্থান সৃস্টি কে প্রাধান্য দেয়ার কথা উল্লেখ করে বলেন ধর্মবর্ণ নির্মিশেষে সকলের নিরাপত্তা দেয়া হবে।’

এ দিকে সকাল সাড়ে ১০টায় নীলফামারী শিল্পকলা একাডেমিতে বিএনপির যুগ্ম মহাসচিব সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। এ সময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সাবেক সচিব বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জবি উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক স¤পাদক রাশেদাবেগম হিরা, কেন্দ্রীয় বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক এ্যাডঃ নেওয়াজ হালিমা, স্থানীয় সরকার বিষয়ক সহসম্পাদক শাম্মী আক্তার, জাতীয় নির্বাহী কমিটিরসদস্য এ্যাডঃ মিজানুর রহমান চৌধুরী, প্রমুখ। কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক জহুরুল আলম। কর্মশালায় অংশ নেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা। কর্মশালায় রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি'র ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়।