DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

অসুস্থ মুক্তিযোদ্ধার খোঁজ নিতে বাসায় গেলেন জামায়াত নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক
WhatsApp Image 2025-03-08 at 17.40.30_5b9c0791

শনিবার ৮ মার্চ দুপুরে শহরের দেওভোগ নাগবাড়ী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মোহর আলী চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ এর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ, বর্তমান মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার।

বীর মুক্তিযোদ্ধা মোহর আলীর খোঁজ নিতে এসে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন দেশের সূর্য সন্তান মোহর আলী অত্যান্ত ভালো মানুষ, দেশের প্রয়োজনে জীবন বাজি রেখে প্রাণ পন লড়েছে, বাংলাদেশর স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা তার নেক হায়াত ও সুস্থতা কামনা করছি।

বীর মুক্তিযোদ্ধার সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাতে আরো উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসেন, সদর পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিকসহ জামায়াত নেতৃবৃন্দ।