সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম এর পক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার পৃথক দুটি ইউনিয়নে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জনসভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে, যেখানে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ব্যাপক সমর্থন ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল মজিদ ও এবি পার্টির নেতা ইঞ্জিনিয়ার আবিদ হাসান সহ উপজেলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে প্রতিটি ভোট শিক্ষার্থীদের, যুবসমাজের, কৃষক ও শ্রমিকদের জন্য হয়ে উঠবে একটি শক্তিশালী পরিবর্তনের সূচনা। তিনি বলেন, দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশের জন্য জনসাধারণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং সনদ বাস্তবায়নে “হ্যাঁ” ভোট দিয়ে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তিনি তার পূর্ববর্তী সময়ের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আগামীতে সুশাসন, উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে নতুন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এর কিছু পর বিকাল সাড়ে চারটায় একই আহ্বানে কাশিমাড়ি ইউনিয়নের বোল্লার টোপ মৎস্য সেট প্রাঙ্গণে আরও এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এখানেও ইউনিয়ন জামায়াতসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা যায়। জনসভায় বক্তারা সমগ্র শ্যামনগরবাসীর মাঝে ঐক্য, শান্তি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিয়ে সফল নির্বাচনের প্রত্যাশা জানান।

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা বলেন, বিগত বছরগুলোতে দেশের রাজনৈতিক অচলাবস্থা ও প্রশাসনিক দুর্বলতার কারণে জনদুর্ভোগ বেড়েছে; এবারের নির্বাচন হবে একটি নতুন শুরু—যেখানে বিচার, স্বচ্ছতা, ও সুযোগ জনসাধারণের জন্য উন্নয়ন নিশ্চিত হবে।

শ্যামনগরের দুই ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভা গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণাকে নতুন মাত্রা দিয়েছে, যেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আটুলিয়া ইউনিয়ন জামায়াত কতৃক আয়োজিত নির্বাচনী জনসভায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

কাশিমাড়ি ইউনিয়নের বল্লার টোপ মৎস্য সেট প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।