‘জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় শহরতলীর আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, “নভেম্বরেই অবশ্যই গণভোট দিতে হবে। জুলাই সনদের আইনের ভিত্তি বাস্তবায়নে গণভোটের কোনো বিকল্প নেই। দেশের অধিকাংশ রাজনৈতিক দলই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। যারা আগে এর বিরোধিতা করেছিল, তারাও এখন গণভোটের প্রয়োজনীয়তা স্বীকার করছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো পতিত স্বৈরাচারের সব ধরনের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা দিতে হবে। এই দেশে আর আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, তারা সচেতন হোন- কারণ তাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে। জুলাই বিপ্লব ও বিডিআর বিদ্রোহসহ একাধিক গণহত্যার দায় তাদের ওপরই বর্তায়।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ একেএম আলী মোহসীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, ডা. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি মাওলানা আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী মাওলানা আফজাল হোসেন।
সম্মেলনের পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার। বক্তারা ইসলামী মূল্যবোধে সমাজ গঠন, শিক্ষার আলো বিস্তার এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের রুকনগণ (সদস্যরা) উপস্থিত ছিলেন।