আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশের পর সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কারে উদ্যোগ গ্রহন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের আমীর মোঃ নূরুল ইসরাম বুলবুল এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, “সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার আমরা শুরু করছি, যত দ্রুত সম্ভব আমরা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ।”

অপর এক ফেসবুক পোস্টে শাহবাগ থানা জামায়াতের দায়িত্বশীল এডভোকেট শাহ মাহফুজুল হক জানান, “আজকে প্রোগ্রামের কারনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিস্কার করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাআল্লাহ।”

ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ ক্যাম্পাস পরিস্কারের উদ্যোগের জন্য শাহ মাহফুজুল হককে ধন্যবাদ জানিয়ে লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটস্থ জামায়াতের সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল শাহ মাহফুজুল হক ভাইকে ধন্যবাদ। সমাবেশ শেষ হওয়া মাত্রই এমন উদ্যোগ নেয়াটা প্রয়োজন ছিলো।”