বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর মহানগরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি এড. মেহেদী হাসান এলিন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুটুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, শফিকুল আলম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. মাহবুব আলম মোল্লা এবং পরিচালনা করেন ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মমিন উদ্দিন খান। ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।