আগামী শনিবার (১৯ এপ্রিল) বান্দরবান জেলা সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এতে প্রধান অতিথি থাকবেন।

বিশেষ অতিথি থাকবেন এসিসটেন্ট এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহাজান, চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এম পি শাহজান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মওলানা মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন, বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম।

এতে সভাপতিত্ব করবেন বান্দরবান জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ।

এ উপলক্ষে জেলা সদর সহ মফস্বল এলাকায় ব্যাপক প্রচারনা ও প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জামায়াতে ইসলামীর জেলা শাখার পক্ষ থেকে উক্ত সমাবেশে যোগদানের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে। গ্রাম গঞ্জ ও জেলা সদরে সভা সমাবেশ করে এবং মাইকিং করে ১৯ এপ্রিলের সমাবেশকে সফল করার জন্য আহবান জানানো হয়েছে।