বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেছেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম এমন এক ফ্যাসিবাদী সরকার ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে, যারা বছরের পর বছর জুলুম, ভোটচুরি ও দুর্নীতিতে দেশের মানুষকে দমিয়ে রেখেছিল। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেয়া হবে না। ভবিষ্যতে দেশের সকল ইসলামপন্থী দল একত্রিত হয়ে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে এবং আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তিকে দেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।
গতকাল বুধবার কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে, পৌর জামায়াতের সভাপতি ফেরদৌস আহমদ সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি রুহুল আমিন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন। তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। তারা চায় একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা এবং ইসলামি মূল্যবোধে পরিচালিত রাষ্ট্রব্যবস্থা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি মুফতি মো. আমিনুল ইসলাম এবং অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সোসাইটির সেক্রেটারি সোলাইমান কবির মাসুম, ঢাকা মহানগরী দক্ষিণ ওলামা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, তুরস্কের গবেষক ড. জাহিদ হাসান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা সহকারী সেক্রেটারি নূরুল হুদা, ওবায়দুল্লাহ মাহমুদ, পৌর সেক্রেটারি ক্বারী ওয়ালী উল্লাহসহ আরও অনেকে।