চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রদল নেতার নেতৃত্বে উপজেলা জামায়াতের সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার ও সেক্রেটারি আবদুল জব্বার ১০ মে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, গত ৭ মে বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতাকুণ্ড উপজেলা জামায়াত নেতা শহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। গত ৯ মে শুক্রবার সেই ঘটনার প্রতিবাদে সীতাকুন্ড উপজেলা জামায়াত আয়োজিত সমাবেশে কামরুল হাসান রেদোয়ানের নেতৃত্বে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করতে থাকে। এতে উপজেলা জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আবদুস সালাম মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আরও কমপক্ষে ১২ জনকে গুরুতরভাবে আহত করেছে। সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনের জামায়াত মনোনীতি এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ ৭-৮ জনকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ডেকে এনে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে জাতি সবেমাত্র ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যাশায় দেশবাসী যখন রাজনীতিবিদদের দিকে তাকিয়ে আছে, তখন এই ধরনের পাশবিক সন্ত্রাসী হামলা জাতি কখনোই মেনে নিবে না। আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম হোক জাতি তা কিছুতেই বরদাশত করবে না। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করতে হবে।

সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদোয়ানসহ সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”