ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বৈঠক করে জনকল্যাণে ৯ দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
সোমবার (২৬ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে এক বৈঠকে লিখিত দাবি জানান তিনি।
এসব দাবির মধ্যে রয়েছে-
* রাস্তা-ঘাট, ফুটপাত ও ফুটওভার ব্রিজ নির্মাণের কাজগুলো দ্রুত শেষ করা। সকল ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো চলমান করা, নিরাপত্তার সঙ্গে জনগণের চলাচলের উপযোগী করা।
* এলাকার ডেনেজ লাইন পরিস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে ভাষানটেক ও বালুঘাট এলাকার ডোবাগুলো পরিস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
* ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত বাইপাস সড়ক দ্রুত যাতায়াত উপযোগী করতে হবে।
* আসন্ন কোরবানিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
* কোরবানিতে পরিকল্পিতভাবে পশুর হাট বসানো এবং যানজট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
* কোরবানির পরে দ্রুততর বা অতি কম সময়ের মধ্যে আবর্জনা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নের কাজ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করতে হবে।
* এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার উপদ্রব নিয়ন্ত্রণে সময়মত-নিয়মিতভাবে ওষুধ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
* যানজটমুক্ত এলাকা গড়তে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।
* নতুন ভোটার তৈরি ও ভোটার স্থান পরিবর্তনের কাজ সম্পন্ন করার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করতে হবে।
দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সমৃদ্ধি ও সম্প্রীতির ঢাকা-১৭ গড়তে উপরের দাবিগুলো বাস্তবায়নে যেকোনো ধরনের সহযোগিতার জন্য সিটি করপোরেশনের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি কাজ করে যাবে বলেও জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।