বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেছেন; আওয়ামীলীগ মানবতার শত্রু, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মানবতার কল্যাণ ও দেশের স্বার্থে ১৭টি বছর আওয়ামীলীগ কিছুই করিনি। বিরোধী দলের ওপর দমন-নিপিড়ন, মামলা-হামলা আর জুলুম-নির্যাতন করে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিল। নিষ্ঠুর হাসিনা জাহিলিয়াতের র্নিমমতাকে মারিয়ে মানবতা, মনষত্বকে পদদলিত করে ফ্যাসিস্ট হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় ৩৬ জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে তরুণ যুব সমাজই রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তাই,জাতী পেয়েছিল মুক্তির স্বাদ। সুতরাং,একটি মানবিক সমাজ ও বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে- ‘জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য’ শীর্ষক-আলোচনা সভা ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেরনগর দলীয় কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন; বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উন-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি পৌরসভা আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন, যুবনেতা অধ্যাপক মিজানুর রহমান ও আব্দুর রহমান প্রমুখ।