বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন-বি-২১৩৩ এর উদ্যোগে অঞ্চল সভাপতি বৈঠক গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম শাহজাহান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ অঞ্চল সভাপতিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃষিজীবী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ এই বৃহৎ জনগোষ্ঠী আজও বঞ্চিত, অবহেলিত। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং সারাদেশে গ্রাম-গঞ্জে সংগঠন কায়েম করতে হবে।। ইউনিয়নের নেতৃবৃন্দকে তৃণমূলে সংগঠন সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, কৃষিজীবী শ্রমিকদের শ্রমের মূল্য, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা তৃণমূল পর্যায়ে কৃষিজীবী শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করুন। এই ইউনিয়নকে একটি আদর্শিক, সুশৃঙ্খল ও শ্রমিক বান্ধব সংগঠনে পরিণত করাই হবে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। প্রেসবিজ্ঞপ্তি।