চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে জনতার উপর হামলার ঘটনা ঘটছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

তিনি বলেন, এসব পতিত স্বৈরাচার ও তার দোসরদের ষড়যন্ত্র। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।

মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. ছিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ফখরে জাহান সিরাজী, আমির হোছাইন, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, হামেদ হাসান ইলাহী, মাহমুদুল আলম প্রমুখ।