গাজীপুর-৬ সংসদীয় আসন বিলুপ্ত হয়ে পুনরায় গাজীপুর-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ার পর বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একসঙ্গে ছয়জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এক মঞ্চে উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে টঙ্গী বড় দেওরা আহসানুল্লাহ ইসলামিয়া ফাউন্ডেশনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপিল বিভাগের রায়ের ফলে গাজীপুর-২ আসনের ভৌগোলিক কাঠামো ও ভোটার বাস্তবতায় যে মৌলিক পরিবর্তন এসেছে, তা বিবেচনায় না নিয়ে পূর্বের বাস্তবতায় দেওয়া মনোনয়ন বহাল রাখলে দলীয়ভাবে ক্ষতির আশঙ্কা রয়েছে।

বক্তারা জানান, পুনর্গঠিত গাজীপুর-২ আসনে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় আট লাখ, যেখানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, গাছা ও পূবাইল এলাকাতেই সংখ্যাগরিষ্ঠ ভোটারের বসবাস। এই বাস্তবতায় মাঠসংযোগ, ভৌগোলিক ভারসাম্য ও ভোটার প্রতিনিধিত্বের প্রশ্ন সামনে এসেছে বলে তারা উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলা হয়, এই দাবি কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বরং দলের বিজয় সম্ভাবনা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার প্রয়াস।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, গাজীপুর-২ আসনের বর্তমান বাস্তবতা বিবেচনায় শ্রমিক দলের নেতা সালাউদ্দিন সরকারকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে তিনি নিজে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশার কথাও জানান।