বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালিগঞ্জ-পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান বলেছেন, “যুবকরাই একটি জাতির প্রাণশক্তি, তারা যেমন গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। তাই সততা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে প্রতিশ্রুতিশীল যুব সমাজ গঠনই আমাদের লক্ষ্য।

শনিবার (১২ অক্টোবর)কালিগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত “যুব ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের জন্য দরকার তারুণ্যে ভরা একদল নৈতিক ও সৃজনশীল যুবক। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় এমন একদল তরুণ, যারা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বমানচিত্রে উজ্জ্বল করবে। আমরা নবীন-প্রবীণ সকলের অংশগ্রহণে গাজীপুর-৫ আসনকে শান্তি, সমৃদ্ধি ও মানবিকতার অনন্য উদাহরণে পরিণত করতে চাই।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “যুবকদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও খেলাধুলার সরঞ্জাম সরবরাহ করা হবে, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় চর্চার প্রসার ঘটানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলার সাবেক যুব বিভাগের সভাপতি হাফেজ এএসএম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের গাছা থানা জামায়াতের আমীর মোঃ মিয়াজ উদ্দিন, জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুর রহমান, মোঃ আব্দুল মোতালিব ও মোঃ ফাইজুল্লাহ খান। খেলা উদ্বোধন করেন এডভোকেট লুৎফর রহমান প্রধান।

নরুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাংগালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দল ৫ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে বিজয়ী হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।