কম্বল বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে অনিন্দ্য ইসলাম অমিতকে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) এই নোটিশ জারি করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। রিটার্নিং কর্মকর্তার মতে, নির্বাচনী সময়ের মধ্যে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি ভোটারদের প্রভাবিত করতে পারে এমন উপহার, অনুদান বা ত্রাণ বিতরণ করতে পারবেন না। অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীকে শোকজ করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত তার প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার করে বলেন, কম্বল বিতরণ কার্যক্রমটি কোনোভাবেই নির্বাচনী প্রচারণার অংশ নয়। এই কর্মসূচি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এটি বাস্তবায়ন করা হয়। এর সঙ্গে ভোট বা নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই।
এদিকে, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় যশোর জেলা জজ আদালতের নাজিরকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে দ্রুততম সময়ে এই নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে প্রার্থীর উপস্থিত হয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, অনিন্দ্য ইসলাম অমিতের লিখিত ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।#