পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ইউনিয়নের শিমুলিয়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোঃ মারফত আলী দুলাল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মোশাররফ হোসেন, প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রিয়াজুল করিম খসরু, মাওলানা শরিফ উদ্দিন নয়ন, মাওলানা আব্দুল জলিল, আনোয়ার জাহিদ হিরণ, জাহাঙ্গীর আলম ও শামসুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা যত বেশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবো, তত বেশি মানুষ আমাদের ওপর আস্থা রাখবে। দ্বীন কায়েমের সংগ্রামে আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রতিটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।”
সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে সহযোগী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দাওয়াতি কার্যক্রম বেগবান করার জন্য বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।