ওয়াপদা খালের ভাঙন রোধে অবিলম্বে বাঁধ নির্মাণ করে স্থানীয় জনগণের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন জামায়াত আয়োজিত স্থানীয় ওয়াপদা খালের ভাঙনরোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের দাবিতে বিশাল এক মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব শরীফের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীরর মাওলানা জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশিদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধনে ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ, ছাত্র, শ্রমিক-জনতা উপস্থিত ছিলেন।
ড. রেজাউল করিম বলেন, ওয়াপদা খালের ভাঙন লাহারকান্দি ইউনিয়নের জন্য বড় একটি সমস্যা। প্রতি বছরই ফসলী জমি ও বাড়ীঘর ভাঙনের কবলে বিলীন হয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্বল্প আয়ের মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হচ্ছেন। তাই স্থানীয় ইউনিয়নবাসীকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডকে অবিলম্বে বাঁধ নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রয়োজনে স্থানীয় জনগণকে সাথে নিয়ে অফিস ঘেরাও সহ কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, সবার আগে ভাঙনের কারণ তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা দরকার। কারণ, ভাঙন শুধু প্রাকৃতিক কারণেই নয় বরং মনুষ্য সৃষ্টও। মূলত, স্থানীয় ভূমিদস্যূদের ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে। তাই এসব ভূমিদস্যূদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। আর ভাঙনরোধে নেওয়া দরকার সর্বোচ্চ বরাদ্দ। তিনি যুব সমাজকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের জুলাই বিপ্লব এসেছে নতুন প্রজন্মের হাত ধরেই। তাই ওয়াপদা খালের ভাঙন রোধেও যুব সমাজকে আপোষহীন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তিনি দাবি আদায়ের লক্ষ্যে সকল পেশা ও শ্রেণির মানুষ সব সময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি।