স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালিগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী মো: খায়রুল হাসান।
তিনি বলেন, “আল্লাহ পাক মানবজাতির কল্যাণে এ পৃথিবীকে সাজিয়েছেন বৃক্ষ-তরুলতা, নদ-নদী, পাহাড়-সমতল, রোদ-বৃষ্টি, চাঁদ-সূর্যসহ প্রয়োজনীয় সব উপাদান দিয়ে । কিন্তু মানুষের অসচেতন কর্মকাণ্ড, বিশেষ করে নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন, খরা, বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ এ পরিবেশ বিনাশ। এর থেকে উত্তরণে ব্যাপকভাবে গাছ লাগাতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে।”
বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ও জামালপুর ইউনিয়নে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল, বক্তারপুর ইউনিয়নের আমীর মাওলানা মজিবুর রহমান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল হাসান, সেক্রেটারি মোঃ তোফায়েল মাস্টার, জামায়াত নেতা মাওলানা হাফিজ উল্লাহ, ডাঃ তাজুল ইসলাম, মাওলানা হাফেজ আহমদ প্রমুখ।
বক্তব্য শেষে মো: খায়রুল হাসান নিজ হাতে কয়েকটি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত এলাকাবাসীর মাঝে ৩'শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করেন। তিনি গাছকে শুধু পরিবেশ নয়, বরং মানুষের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার সাথেও জড়িত বলে উল্লেখ করেন।