ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।

তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালীন ৫ বছরের মধ্যে ৫ বছরই দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ান করেছে তাদের হাতে আর দেশের নেতৃত্ব দেওয়া যায় না। তারা আবার সুযোগ পেলে দেশকে দেউলিয়া করে ছাড়বে। ৫ আগস্ট পরবর্তী যারা ১৭ বছরের ক্ষুধার্ত দাবি করে সারাদেশে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, লুটপাট, দখল, চাঁদাবাজি আর সন্ত্রাসী করছে তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করতে হবে।

দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এক ব্যক্তি কিংবা এক পরিবারের ইচ্ছায় দেশ পরিচালিত হবে না। দেশ পরিচালিত হবে এদেশের আলেম-ওলামাদের সমন্বয়ে। যারা আল্লাহভীরু তাদের নেতৃত্ব দেশ পরিচালিত হলে জাতি পাবে এক সমৃদ্ধশালী উন্নত স্বপ্নের বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসনের উদ্যোগে আয়োজিত "সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমৃদ্ধ ঢাকা-৪" গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত পদযাত্রা পূর্বক ধোলাইরপাড় চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উপস্থিত ঢাকা-৪ আসনের জনসাধারণের উদ্দেশ্যে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি ঢাকা-৪ সংসদীয় এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে জনগণকে এক নিরাপদ বাসযোগ্য শান্তির শহর উপহার দিবেন।

ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং আসন সদস্য সচিব ও কদমতলী মধ্য থানা আমীর মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর-আগে মতিঝিল উত্তর থানা আয়োজিত ড. হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট মতিঝিল টিএনটি কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন। মতিঝিল উত্তর থানা আমীর এসএম শামসুল বারীর সভাপতিত্বে এবং থানা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাফিজুল্লাহ খান, আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবীর। এছাড়াও সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।