বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কোতয়ালী থানা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সক্রিয় সহযোগীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। মহানগরীর কোতয়ালী থানা শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে এ সময় জামায়াতের রংপুর মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, থানা নায়েবে আমীর মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ্ এবং থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

শিক্ষা শিবিরে রংপুর মহানগর কোতয়ালী থানা শাখার শাখার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক মজবুতি প্রশিক্ষনের লক্ষ্যে ১৪ টি ওর্য়াডের ২৫০ জন সক্রিয় সহযোগী সদস্য অংশগ্রহন করেন।